বাঘাইছড়ি ইউনিয়নের ইতিহাস ও পটভূমি প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১ বাঘাইছড়ি ইউনিয়ন রাঙ্গামাটি জেলার অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন। বাঘাইছড়ি ইউনিয়ন পূর্বে রিজার্ভ ফরেষ্ট ছিল। এ ইউনিয়ন গভীর অরণ্যে ঢাকা ছিলো বলে এখানে বাঘের উপদ্রব বেশি ছিল। সে সাথে এই উনিয়নে বিভিন্ন পাহাড়ী ছড়া থাকায় এর নামকরণ করা হয় বাঘাইছড়ি। ১৯৬৬ সালের এই এলাকাকে ইউনিয়নে উন্নীত করা হয়। ১৯৬০ সালে কাপ্তাই জলবিদ্যুত এর বাধেঁর কাজ শেষ হওয়ার পর বাঘাইছড়ি ইউনিয়নের নদ-নদী,খাল-বিল জুলাই হতে নভেম্বর পর্যন্ত পানিতে প্লাবিত থাকে । উপজেলার দক্ষিণাংশে বাঘাইছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে মারিশ্যা ইউনিয়ন ও বাঘাইছড়ি পৌরসভা; পশ্চিমে বাঘাইছড়ি পৌরসভা, কাচালং নদী ও খেদারমারা ইউনিয়ন; দক্ষিণে সারোয়াতলী ইউনিয়ন এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ অবস্থিত। বাঘাইছড়ি ইউনিয়ন বাঘাইছড়ি উপজেলার আওতাধীন ৩২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঘাইছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি শিজক এবং বাঘাইছড়ি এ ২টি মৌজা নিয়ে গঠিত। বাঘাইছড়ি ইউনিয়নের আয়তন ৫৭৬০ একর (২৩.৩১ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাঘাইছড়ি ইউনিয়নের লোকসংখ্যা ১০,৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ৫,৬৯০ জন এবং মহিলা ৫,২৭৫ জন। বাঘাইছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ৪১.৫৯%। ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাধ্যমিক বিদ্যালয় যথাক্রমে- ১.উগলছড়ি উচ্চ বিদ্যালয় ২.সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় যথাক্রমে- ১.উগলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২.কচুছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩.জীবতলী কে এল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪.থকখুলা কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫.দোসর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬.নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭.মধ্যম উগলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮.মোরঘোনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯.লম্বাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০.শিশক দোসর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঘাইছড়ি উপজেলা সদর থেকে বাঘাইছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঘাইছড়ি- লংগদু (মাইনী) সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম অটোরিক্সা ও মোটর সাইকেল। বাঘাইছড়ি ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে কাচালং নদী। এছাড়া রয়েছে শিজক খাল, বাঘাইছড়ি খাল, উগলছড়ি খাল, গবছড়ি খাল এবং কচুছড়ি খাল। বাঘাইছড়ি ইউনিয়নের প্রধান হাট-বাজার হল দোসর বাজার। বাঘাইছড়ি ইউনিয়নের প্রাকৃতিক মনোরম পরিবেশের সাথে দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হিসেবে রয়েছে কাচালং আর্য্যপুর ধর্মোজ্জ্বল বন বিহার বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে আছেন সুনিল বিহারী চাকমা। সুনিল বিহারী চাকমা পূর্ববর্তী চেয়ারম্যানবৃন্দ ১.বাবু দীপ্তিমান চাকমা ২.বাবু সম্রাটসুর চাকমা ৩.বাবু কিরণ বিকাশ চাকমা ৪.বাবু অলিভ চাকমা বাঘাইছড়ি ইউনিয়নে দুইজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন যথাক্রমে- জনাব মোঃ আব্দুল হালিম জনাব মোঃ মফিজুর রহমান SHARES প্রচ্ছদ বিষয়: বাঘাইছড়ি ইউনিয়ন