বাঘাইছড়ি উপজেলার ইউপি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, নির্বাচন আগামীকাল ৭ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২

//মোঃমহিউদ্দিন,বাঘাইছড়ি//
সপ্তম ধাপে আগামীকাল রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ । নির্বাচন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

আজ বেলা এগারোটার দিকে প্রিজাইডিং অফিসার ও কেন্দ্রে দায়িত্বে পুলিশের কাছে এই সরঞ্জামাদি তুলে দেন উপজেলা রিটার্নিং অফিসার চৈতালী চাকমা।

নির্বাচনী সকল সরঞ্জামাদি আজকের মধ্যেই কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে, আগামীকাল সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার চৈতালী চাকমা বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে,৭৭ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষে এবং গত উপজেলা পরিষদ নির্বাচনের ঘটনা মাথায় রেখে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি,পুলিশ, আনসার সদস্যগন দায়িত্বে নিয়োজিত থাকবে এবং নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সপ্তম ধাপের এই নির্বাচনে বাঘাইছড়ি উপজেলার আটটি ইউনিয়নের ৭৭টি কেন্দ্রে ১৯৬টি বুথে মোট ৬১ হাজার ৭ জন ভোট দেবেন। এর মধ্যে নারী ভোটার ২৮ হাজার ৯৫০ জন এবং পুরুষ ভোটার ৩২ হাজার ৬৫ জন।