বাঘাইছড়ি উপজেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৮৬৩ পরীক্ষার্থী প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২২ সারাদেশে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। রবিবার সারাদেশের মত বাঘাইছড়িতেও এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী কাচালং সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ৪২৯ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৩ জন, অপর কেন্দ্র শিজক কলেজে অংশ নিয়েছে ৩৭১ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৫ জন। এই বছর রাঙামাটি জেলার দশ উপজেলায় মোট পরীক্ষার্থী ৪ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ছিল ৬৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ১০ কেন্দ্রে মোট ৪৬১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ৪৫৫৫ পরীক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীনে ২ কেন্দ্রে ১১৩ জনের মধ্যে প্রথমদিন পরীক্ষায় অংশ নিয়েছে ১০৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২১৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২১৩ জন। SHARES শিক্ষাঙ্গন বিষয়: