"প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে ধারন করে নানান আয়োজনে বর্ণাঢ্যভাবে সারা দেশে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। তারই ধারবাহিকতায় বাঘাইছড়ি উপজেলায় উদযাপিত হলো জাতীয় যুব দিবস'২২।
বাঘাইছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হতে শতাধীক যুবদের অংশগ্রহণে র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে র্যালী সমাপ্তের মাধ্যমে সকলে আলোচনা সভায় অংশগ্রহণ করে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দিক সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, মৎস কর্মকর্তা নব আলো চাকমা, ইউপি চেয়ারম্যান আপন চাকমা, অতুলাল চাকমা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির সদস্য বৃন্দ, সাংস্কৃতিক সংগঠন উজোনী যুব শিল্পীগোষ্ঠীর সদস্য বৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার যুবদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণ সহ ঋণ প্রদান করছে যা দেশের বেকারত্ব লাগবের জন্য মঙ্গলকর।
সভা শেষে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের হাতে যুব ঋণের চেক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি রুমানা আক্তার।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪