প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৮:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২১, ১:৫০ অপরাহ্ণ
বাঘাইছড়ি উপজেলা সদরে পাবলিক টয়লেটের ভোগান্তি চরমে
বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ি, উপজেলা সদর ও সদরস্থ বাজারটি অত্যন্ত জনবহুল এবং অত্র উপজেলার ব্যবসায়ীক ও যাবতীয় কাজের প্রাণকেন্দ্র। স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় দুই শতাধিক দোকান রয়েছে বাজারে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানীরা ব্যবসা পরিচালনা করতে গিয়ে সবচাইতে বেশি যে সমস্যাটির সম্মুখীন হয় তা হলো পাবলিক টয়লেট। শুধু ব্যবসা পরিচালনায় সমস্যা হয় তা কিন্তু নয়; উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ দিনাতিপাতের যাবতীয় কাজে এ বাজার ও উপজেলা সদরের সাথে উতপ্রোতভাবে জড়িত। সদরে অন্যান্য কাজে আসা ব্যক্তিদের ভোগান্তিও চরমে।
[caption id="attachment_1881" align="alignnone" width="300"] ছবি- বাজারের জনসমাগম[/caption]
বাঘাইছড়ি পৌরসভা কর্তৃক ২০১৯-২০২০ অর্থ বছরে নির্মিত পাবলিক টয়লেটের নেই কোন পরিচর্যা, তদারকি করার মতো কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান। উন্নয়নের এ মহা মিছিলে চট্টগ্রাম বিভাগের সবচাইতে বৃহত্তম উপজেলা সদরে টয়লেট ভোগান্তি লজ্জাজনক বলে মনে করেন সাধারণ ব্যাবসায়ীরা।
[caption id="attachment_1882" align="alignnone" width="300"] ছবি-পাবলিক টয়লেটের বর্তমান চিত্র [/caption]
দূর দূরান্ত থেকে বাজারে আসা ক্রেতা, ব্যবসায়ী, পথচারী, স্থানীয় দোকানদার, পর্যটক সহ সকল স্তরের মানুষের এ ভোগান্তি যেন উপজেলা সদরে আসা জনসাধারনের জন্য অভিশাপ হয়ে দাড়িয়েছে। এ বিষয়ে বাঘাইছড়ি পৌরসভার মেয়র, জাফর আলী খাঁন এর সাথে কথা বললে তিনি অতি দ্রুত সমস্যাটির সমাধান পূর্বক এ ভোগান্তির নিরসনকল্পে পদক্ষেপ নিবেন বলে জানান ।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |