//নিজস্ব প্রতিনিধি//
বাঘাইছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স'র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদে নিযুক্ত হলেন ডাঃ মাহবুবুর রহমান।
[caption id="attachment_2204" align="alignnone" width="300"] ছবি- ডাঃ মাহবুবুর রহমান।[/caption]
তিনি দীর্ঘ প্রায় ৩ বছর অত্র প্রতিষ্ঠানে প্রথমে মেডিকেল অফিসার ও পরবর্তীতে জুনিয়র কনসালটেন্ট(মেডিসিন) হিসেবে কর্মরত আছেন। বর্তমানে তিনি বাঘাইছড়িবাসীর আস্থাবাজন ডাক্তার হিসেবে বেশ পরিচিত, নতুন করে হাসপাতালের দায়িত্ব পাওয়ায় উপজেলাবাসী অনন্দিত বলে জানান অনেকেই।
উপজেলার বেশ কজন সচেতন নাগরিক জানান, যেহতু দীর্ঘদিন ডাঃ মাহবুবুর রহমান বাঘাইছড়িতে আছেন তিনি এই এলাকার রুগীদের পরম যত্নে সেবা দিয়ে আসছেন এখন যেহেতু 'স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার' পদে দায়িত্ব পেয়েছেন তাই ভবিষ্যতে উপজেলাবাসীর সেবায় আরো ভালোভাবে কাজ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।
এর আগে একই পদে প্রায় আড়াই বছর দায়িত্ব পালন করে বিদায় নিলেন ডা. ইফতেখার আহমদ।
[caption id="attachment_2205" align="alignnone" width="300"] ছবি- ডাঃ ইফতেখার আহমদ[/caption]
ডাঃ ইফতেখার আহমদ দায়িত্ব পালন কালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যপক পরিবর্তন আনেন বিশেষ করে হাসপাতালের জীর্ণ শীর্ণ চেহারা পাল্টে দিয়েছেন তিনি, সর্বশেষ হাসপাতালে নতুন একটি এম্বুলেন্স যুক্ত করার জন্য সর্বোচ্চ ভুমিকা পালন করেন। বর্তমানে তিনি সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনের জন্য যুক্ত হয়েছেন ঢাকার সিএমএসডি তে। বাঘাইছড়িবাসী তাকে সম্মানের সাথে স্মরণ করবে সর্বদা।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪