বাঘাইছড়িতে গণ সংবর্ধনা পেলেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১

//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
বাঘাইছড়িতে গণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। দায়িত্ব গ্রহণের পর এ উপজেলাতে এটি তার প্রথম গন সংবর্ধনা, এর আগে গত ১৭ আগষ্ট উপজেলার খেদারমারা ইউনিয়নে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় খেদারমারা ভাবনা কেন্দ্র পরিদর্শনে আসেন তিনি।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় সড়ক পথে বাঘাইছড়ি উপজেলা সফরে আসে, এসময় উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমার সভাপতিত্বে, বাঘাইছড়ি এলাকার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে গন সংবর্ধনার আয়োজন হয়।

এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক কেরোল চাকমাসহ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন সম্প্রসারণ

সংবর্ধনা শেষে ১ কোটি ৫৫ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন করা বটতলী কমিউনিটি সেন্টার, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের উর্দ্ধমুখী সম্প্রসারন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, পৌরসভার সীমানা হতে নালকাটাছড়া মৌত্রিপুর বিহার পর্যন্ত রাস্তার সহ পাঁচটি প্রকল্পের উদ্বোধন করেন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। পরে উন্নয়ন বোর্ডের বাঘাইছড়ি রাবার প্রকল্প পরিদর্শন করেন।

এসময় বক্তারা বলেন, বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ ও উন্নতমানের এম্বুলেন্স প্রদান, উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার করা, শিক্ষা ব্যবস্থার আরো ব্যপক উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন যা বাঘাইছড়ি বাসীর প্রাণের দাবী।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পাহাড়ের পিছিয়ে পড়া ৪০ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার মেগা প্রকল্পের আওতায় ৪০ হাজার সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আওতায় আনার উদ্যোগ গ্রহন করা হয়েছে। সেনাবাহিনীর মেশিনারিজ টুলস এসব সোলার প্যানেল সরবরাহ করবে। খুব শীঘ্রই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করবে। এসময় নিখিল কুমার চাকমা বলেন পাহাড়ের দূর্গম অঞ্চলে যারা বসবাস করে তারা বিদ্যুতের অভাবে সরকারের ডিজিটাল সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় তারা মোবাইল ফোন, টিভি, ইন্টারনেট সেবা থেকেও দূরে সাংবাদিকরা সকল উন্নয়ন তুলে ধরলেও সরকারের কোন উন্নয়ন মূলক কাজ সম্পর্কে তাদের ধরনা নেই। তাই সোলার প্যানেলের মাধ্যমে তাদের টিভি, ফ্রীজ, ইন্টারনেট ব্যাবহার নিশ্চিত করা হবে। তবে একটি বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে কোন মধ্যসত্য ভোগী যেন অনৈতিক ও অর্থনৈতিক কোন সুবিধে নিতে না পারে। আমরা যে এলাকায় বিদ্যুৎ আছে সেখানে কোন সোলার প্যানেল দিবোনা, কেবলমাত্র দূর্গম অঞ্চলের মানুষ এসব সুবিধে পাবে।