বাঘাইছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসাইন কে ফুলেল শুভেচ্ছা প্রদান ও সৌজন্য সাক্ষাত করলো সামাজিক সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির স্বেচ্ছাসেবীরা।
আজ সকাল সাড়ে ১০ ঘটিকায় হৃদয়ে বাঘাইছড়ির কেন্দ্রীয় কমিটি ও বাঘাইছড়ি ইউনিট কমিটির সদস্যদের উপস্থিতিতে থানায় ওসির কার্যালয়ে নবাগত ওসিকে অভ্যর্থনা জানানো হয়।
[caption id="attachment_3071" align="alignnone" width="300"] ওসি শাহদাত হোসাইন[/caption]
এসময় হৃদয়ে বাঘাইছড়ির কার্যক্রম নিয়ে বিভিন্ন উৎসাহ মুলক পরামর্শ প্রদান করেন নবাগত অফিসার ইনচার্জ । একই সাথে বাঘাইছড়ি উপজেলায় মাদক ও জঙ্গিবাদের বিরোদ্ধে হৃদয়ে বাঘাইছড়ির সদস্যদের প্রসাশনের সাথে সৌচ্ছার থাকার আহবান জানান।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪