বাঘাইছড়ি পৌরসভার আয়োজনে নগর সমন্বয় কমিটি(TLCC)র প্রথম আলোচনা সভা সম্পন্ন

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে ১ম বারের মত নগর সমন্বয় কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে আলোচনা সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে নগর সমন্ব কমিটির সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা, এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, কাচালং কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন,  উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, দিলীপ কুমার দাশ, দানবীর চাকমা, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ।

পৌরসভার কার্য সহকারী আশিকুর রহমান মানিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্যানেল মেয়র ত্রিদিব দাশ, নগর সমন্বয় কমিটির পক্ষে বক্তব্য রাখেন দেব প্রসাদ দেওয়ান। বক্তারা নগর উন্নয়নের লক্ষে বাঘাইছড়ি পৌরসভাকে ৩য় শ্রেণী হতে ২য় শ্রেণীতে উন্নতি করনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের জন্য পরামর্শ প্রদান ও বাস্তবায়নের জন্য দিক নির্দেশনা দেন।

পৌরসভার মেয়র জমির হোসেন বক্তব্যে বলেন বাঘাইছড়ি পৌরসভা উন্নয়নের জন্য ইতিমধ্যে পৌরবাসী নিয়মিত কর পরিষদ করে পৌরসভাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভুমিকা পালন করতেছে, তিনি আরো বলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার এমপি দীপংকর তালুকদার সর্বদা পরামর্শ ও সহোযোগীতা করে যাচ্ছেন বাঘাইছড়ি পৌরসভার উন্নয়নের জন্য।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন বাঘাইছড়ি পৌরবাসী আমাদের ডাকে সাড়া দিয়ে নৌকা প্রতীকে জমির হোসেন কে নির্বাচিত করে আমাকে ঋণী করেছেন আমি এই ঋণের প্রতিদান স্বরুপ বাঘাইছড়ি পৌরসভার উন্নয়নে কাজ করে যাবো, তিনি আরো বলেন নগর উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সকলে সঠিক পরামর্শ দিয়ে পৌর মেয়রকে সহোযোগীতা করবেন। একই সাথে তিনি সাবেক মেয়র জাফর আলী খান এর উল্লেখযোগ্য কাজ নিয়ে কৃতজ্ঞতার সাথে প্রশংসা করেন এবং অল্প দিনে বর্তমান মেয়রের কর্মকান্ডে ভুয়সী প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান, প্রশিক্ষিত দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান, কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ, শীতার্থদের মাঝে কম্বল সহ বিভিন্ন ফলজ ও ঔষধি চারা গাছ বিতরণ করেন অতিথিগণ।

অনুষ্ঠান শেষে বাঘাইছড়ি পৌরসভার বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পের শুভ উদ্ভোধন করেন এমপি দীপংকর তালুকদার।