বাঘাইছড়ি পৌরসভার বাস্তবায়িত কাজের উদ্ভোধন করেন দীপংকর তালুকদার এমপি প্রকাশিত: ৪:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২২ //মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি// রাঙামাটির বাঘাইছড়ি সফরে আসেন রাঙ্গামাটি আসনে সাংসদ ও খাদ্য মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, বাঘাইছড়ি পৌরসভার অর্থায়নে মোট ২কোটি ৪ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত দুইটি প্রকল্পের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিলে যোগদান করেন। সোমবার ১১ এপ্রিল বেলা ১২ ঘটিকায় রাঙ্গামাটি আসনে সাংসদ ও খাদ্য মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ও তার সফর সঙ্গীদের নিয়ে বাঘাইছড়িতে এসে পৌছায়, অথিতিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ । বাঘাইছড়ি সফর কালে ৯৫ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা সদরে কাচালং নদীর পাড় দিয়ে আরসিসি রাস্তা এবং ১ কোটি ৯ লক্ষ টাকা ব্যায়ে গুচ্ছ গ্রাম ব্রীজ হতে মুন্সি পাড়া নুরু মিয়ার বাড়ি পর্যন্ত আর সিসি নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে পরে সন্ধায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেন । এ সময় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেত চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আলী হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুর শুক্কুর মিঞা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনসহ উপজেলা পৌর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: