বাঘাইছড়ি পৌরসভার ০১নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় কাউন্সিলর প্রার্থী ও কর্মী সমর্থকদের মধ্যে সৃষ্ট ভূল বুঝাবুঝি নিরসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ মধ্যম পাড়া গ্রামে বাঘাইছড়ি থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিংয়ের অংশ হিসেবে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আজ শনিবার বেলা ৩ ঘটিকায় বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স হল রুমে বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন এর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, ০১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফেজ আহাম্মদ, ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমিনা খাতুন সহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছবি- বক্তব্য রাখছেন সুদর্শন চাকমা

মতবিনিময় সভায় বক্তারা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রখার জন্য বর্তমান ও সাবেক কাউন্সিলরদের প্রতি আহবান জানান এবং সচেতন মহলকে ভুমিকা পালনের জন্য অনুরোধ করেন।

ছবি- হোসেন ও হাফেজ আহাম্মদ এর কোলাকুলি মুহুর্ত

সভা শেষে উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা নির্বাচনে অংশ নেয়া দুই প্রার্থীকে কোলাকুলির মাধ্যমে সকল ভূল বুঝাবুঝির অবসান ঘটান এবং আজকের পর থেকে কেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনগত ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন।