//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
অবশেষে প্রতীক বরাদ্দ পেয়েছেন রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার সাধারণ নির্বাচনের দুই মেয়র সহ সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য পদের প্রার্থীরা। আজ শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইদুর রহমান তাঁদের ওই প্রতীক বরাদ্দ দেন।
দুই মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ সমর্থিত মোঃ জমির হোসেন নৌকা প্রতীক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সমর্থিত সতন্ত্র প্রার্থী রহমত উল্লাহ খাজা মোবাইল ফোন প্রতীক পেয়েছে।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বলেন, নির্বাচন কমিশনের তফসিল মোতাবেক আজ পৌরসভা নির্বাচনে দুই জন মেয়র ২১ সাধারণ ও ৮ সংরক্ষিত আসনের প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই নির্বাচনে ভোট হবে ইভিএমে।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ মে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল। ১৯ মে ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৬ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এদের মধ্যে ২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।
তাই মেয়র পদে ২ জন, সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত সদস্য পদে ০৮ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এসময় রির্টানিং কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বলেন, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনকে অবাধ,সুষ্ঠ, নিরেপক্ষ, করার জন্য যা যা করার দরকার তার ব্যবস্থা করবো।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪