//নিজস্ব প্রতিনিধি//
বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন- ২০২২ এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হলো আজ।
শুক্রবার (২৭ মে) সকাল ১০ ঘটিকায় খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন রিটার্নিং অফিসার মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেয়র প্রার্থীদের মধ্যে
আওয়ামীলীগ সমর্থিত মোঃ জমির হোসেন - নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী মোঃ রহমত উল্ল্যাহ - মোবাইল প্রতীকে নির্বাচন করবেন।
সংরক্ষিত আসন ১, ২ ও ৩ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আমিনা খাতুন - চশমা ও আমেনা বেগম - আনারস প্রতীকে নির্বাচন করবেন।
সংরক্ষিত আসন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আয়েশা বেগম - চশমা, জান্নাতুল ফেরদৌস - জবাফুল ও মুহছেনা বেগম - আনারস প্রতীকে নির্বাচন করবেন।
সংরক্ষিত আসন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চঞ্চলা চাকমা - জবাফুল, হায়াতুন নুর - অটোরিক্সা ও শামিমা আকতার - আনারস প্রতীকে নির্বাচন করবেন।
সাধারণ আসন ১নং ওয়ার্ডে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মোঃ হাফেজ আহম্মদ - উটপাখি, মোঃ হোসেন - পাঞ্জাবী প্রতীকে নির্বাচন করবেন।
সাধারণ আসন ২নং ওয়ার্ডে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মোঃ ওমর ফারুক - ব্ল্যাকবোর্ড , মোঃ ওবাইদুল হক - পাঞ্জাবী, মোঃ জয়নাল আবেদিন - টেবিল ল্যাম্প, মোঃ নাসির উদ্দিন - ডালিম, মোঃ হাকিম আলী - উটপাখি প্রতীকে নির্বাচন করবেন।
সাধারণ আসন ৩নং ওয়ার্ডে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মোঃ জমিস - উটপাখি, মোঃ বাহার উদ্দিন - পাঞ্জাবি প্রতীকে নির্বাচন করবেন।
সাধারণ আসন ৪ নং ওয়ার্ডে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মোঃ নুরুল আলম - উটপাখি, সঞ্জয় ধর - পাঞ্জাবি নির্বাচন করবেন।
সাধারণ আসন ৫ নং ওয়ার্ডে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ত্রিদিব দাশ - পাঞ্জাবি, আব্দুল শুক্কুর - উটপাখি প্রতীকে নির্বাচন করবেন।
সাধারণ আসন ৬নং ওয়ার্ডে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আব্দুল আজিজ - পাঞ্জাবি, ইউসুফ নবী - উটপাখি ও নুর উদ্দিন - ব্ল্যাকবোর্ড প্রতীকে নির্বাচন করবেন।
সাধারণ আসন ৭নং ওয়ার্ডে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মোঃ পারভেজ আলী - উটপাখি, মোঃ সিরাজ উদ্দিন - পাঞ্জাবী প্রতীকে নির্বাচন করবেন।
সাধারণ আসন ৮নং ওয়ার্ডে বীনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন রুবেল চাকমা।
সাধারণ আসন ৯নং ওয়ার্ডে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মিঠেল চাকমা - পাঞ্জাবী ও মোঃ নুরুল হক তালুকদার - উটপাখি প্রতীকে নির্বাচন করবেন।।
প্রতীক বরাদ্দের পূর্বে নির্বাচন অফিসার সকল প্রার্থীদের উদ্দেশ্য নির্বাচন আচরণবিধি ও ইভিএম সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪