//মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি//
বাঘাইছড়ি ফুটবল একাডেমির নতুন জার্সি বিতরণ করা হয়েছে।‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানে চলতি বছরে একাডেমির পথচলা শুরুর পর এই প্রথম বারের মতো নতুন জার্সি বিতরণ করা হয়েছে।
বুধবার ১৫ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় কাচালং সরকারী কলেজ মাঠে বাঘাইছড়ি একাডেমির জন্য প্রাথমিকভাবে পঞ্চাশ সেট জার্সি প্রদান করা হয় একাডেমির সদস্যদের হাতে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, বিশেষ অতিথি বাঘাইছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, কাচালং সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, বাঘাইছড়ি ফুটবল একাডেমির সভাপতি মোক্তার হোসেন সোহেল,একাডেমির সাধারণ সম্পাদক রানা চাকমা সহ একাডেমির সকল সদস্যগন।
এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম বলেন, খেলাধুলা ও ক্রীড়া চর্চার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি ও বন্ধুত্বের সেতুবন্ধন রচিত হয়। মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতে বাঘাইছড়ি একাডেমির জন্য আমাদের সর্বাত্মক সহোযোগিতা থাকবে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪