বাঘাইছড়ি ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধিত হলেন ইউ এন ও এবং মেয়র প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২ বাঘাইছড়ি উপজেলার ক্রীড়া ও ফুটবল প্রশিক্ষণ বিষয়ক সংগঠন “বাঘাইছড়ি ফুটবল একাডেমী”র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদাযপন ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এবং নব নির্বাচিত পৌর মেয়র জমির হোসেন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে বাঘাইছড়ি ফুটবল একাডেমী ও খেদারমারা ফুটবল একাদশের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ আরম্ভের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন হয়। বাঘাইছড়ি ফুটবল একাডেমীর সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দিলীপ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌর ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, মিঠেল চাকমা, রুবেল চাকমা, ক্রীড়ানুরাগী ব্যাক্তি সিরাজুল ইসলাম, শান্তি বিকাশ চাকমা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাক তোফায়েল আহাম্মেদ, হিল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ। প্রীতি ফুটবল ম্যাচটি গোল শূন্য ফলাফলের মধ্য দিয়ে সমাপ্ত হয়। বক্তাগণ বাঘাইছড়ি ফুটবল একাডেমীর সার্বিক উন্নতি কামনা করেন এবং সর্বাত্মক সহোযোগীতার আস্বাস দেন, একই সাথে উপজেলা মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজনের জন্য উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। প্রীতি ম্যাচ ও সংবর্ধনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে এক আনন্দঘণ মুহুর্তের মাধ্যমে ফুটবল একাডেমীর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। SHARES খেলাধুলা বিষয়: