বাঘাইহাটে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে বাঘাইহাট একতা যুব সংঘ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ ওমর আলী, আমন্ত্রিত অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম,বিশেষ অতিথি উপজেলা সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির মুসা, সাজেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রায়হান উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সবুর,উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর-উদ্দিন রাজু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জিন্নাত তালুকদার এছাড়াও উপজেলা,ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খেলায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সঞ্চালনায় ছিলেন সাজেক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ মামুন। উক্ত ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করেন আনোয়ার একাদশ ও রায়হান একাদশ। নির্ধারিত সময় শেষে উভয় দল ২-২ সমতায় থেকে ট্রাইবেকারে রায়হান একাদশ আনোয়ার একাদশকে পরাজিত করে। পরে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।