বাঘাইহাট জোনের অভিযানে ইউপিডিএফের দুজন চাঁদা কালেক্টর আটক

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২

//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের মারিশ্যা দিঘিনালা সড়কের ১২ কিলোমিটার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) প্রসিত দলের দুই সদস্যকে আটক করেছে সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের সেনাবাহিনী।

আটক দুজন ইউপিডিএফের চাঁদাকালেক্টর বলে জানিয়েছে সেনাবাহিনী। আটককৃতরা হলো মিন্টু চাকমা (৩৫) জিনেল চাকমা(১৭)।

২৮ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩ ঘটিকায় তাদের আটক করা হয়। ইউপিডিএফ নেতা আর্জেন্ট চাকমা দুজনকে আটকের বিষয়টি শিকার করে বলেন মিন্টু চাকমা ইউপিডিএফের সদস্য কিন্তু জিনেল চাকমা সাধারণ মানুষ।

সেনাবাহিনী জানায় মারিশ্যা দিঘিনালা সড়কের ১২ কিলোমিটার এলাকায় মিন্টু চাকমার নেতৃত্বে ইউপিডিএফের একটি দল নিয়মিত চাঁদাবাজি করে ব্যাবসায়িদের হয়রানী করছিলো। সংবাদ পেয়ে সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরী (পিএসসি) এই অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন।
জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হবে।