বাঘাইহাট জোন কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্ভোধন প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ১৬, ২০২২ //মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি// রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে বাংলাদেশ সেনাবাহীনির ৬ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোনের আয়োজনে বাঘাইহাট জোন কাপ ফুটবল টুর্নামেন্টে-২০২২” শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে শ্বাসরুদ্ধকর হাড্ডা হাড্ডি লড়াই করে আদর্শপাড়া একাদশ বনাম মাচালং একাদশ, এসময় ০১-০১ গোলে খেলা ড্র হয়। সোমবার দুপুর ৩টায় বাঘাইহাট সেনা জোন সদর মাঠে উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে.কর্নেল মুনতাসির রহমান চৌধুরী পিএসসি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের কেপ্টেন রাজ্জক, সাজেক ইউ.পি চেয়ারম্যান অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞানোজ্যোতি চাকমা, রুপকারী ইউপি চেয়ারম্যান জেসমিন চাকমা, সাজেক ইউপির সাকেব চেয়ারম্যান নেলশন চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি ডা. নাজিম উদ্দিন, সম্পাদক মোঃ জুয়েল, বিমল কান্তি (রিত বাবু) চাকমা প্রমুখ। এসময় প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সম্প্রীতির উন্নয়নে বিনোদনের অংশ হিসেবে এ টুর্নামেন্টের আয়োজন, এই টুর্নামেন্টের মাধ্যমেে এই এলাকার খেলাদুলাকে আরো এগিয়ে নিতে হবে। ক্রীড়াঙ্গন যুব সমাজকে অপরাধমুলক কর্মকান্ড থেকে দুরে রাখার পাশাপাশি মন উৎফুল্ল ও শরীর গঠনে সহায়ক ভূমিকা রাখে। উক্ত ফুটবল টুর্নামেন্টের খেলায় ১২টি দল অংশ গ্রহন করে। প্রতিদিন সকাল ও বিকেলে দুটি পর্বে খেলা অনুষ্ঠিত হবে বলে সূত্র জানায়। এই টুর্নামেন্ট এর মাধ্যমে বাছাই শেষে অংশগ্রহণকারীরা রিজিয়ন কাপ ফুটবল-২০২২ এর অনুষ্ঠিত খেলায় অংশ নেবেন বলে জানা যায়। এসময় উদ্বোধনী টুর্নামেন্ট উপভোগ করতে জড়ো হয় সাজেক এলাকায় বসবাসরত হাজারো পাহাড়ী-বাঙ্গালী’র সর্বস্তরের জনগণ। এসময় খেলার মাঠটি রুপ নেয় পাহাড়ি-বাঙ্গালীর মিলন মেলায়। SHARES খেলাধুলা বিষয়: