বাঘাইহাট দারুল আরকাম মাদ্রাসায় ক্রীড়া পুরস্কার ও পোশাক বিতরণ প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২৪ মুহাম্মদ ইব্রাহীম|| রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী বেলা ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো: আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন এর জোন কমান্ডার লে: কর্ণেল খায়রুল আমিন, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতাব আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো : রায়হান উদ্দিন, বাঘাইহাট কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজী মো: আইয়ুব আলী সওদাগর, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো : নাজিম উদ্দীন (ডাক্তার)। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বাঘাইহাট জোন এর বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্হানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মাদ্রাসার পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করে তার বক্তব্যে বলেন, এ মাদ্রাসাটি অত্র ইউনিয়নের একমাত্র ইসলামি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাই এর মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে এবং বাঘাইহাট জোন সর্বদা এই প্রতিষ্ঠানের পাশে থাকবে। আলোচনা সভা শেষে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো : আনোয়ার হোসেন এর পক্ষ হতে ৩৫ জন শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক প্রদান করা হয় । এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কর প্রদান করা হয়। পরিশেষে, উপস্থিত সকলের সুস্থতা ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসা ইনচার্জ মাওলানা সৈয়দ মো: মনছুর আলী। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: