বাঙ্গালহালিয়া আওয়ামীলীগ অঙ্গসংগঠনের উদ্যােগের বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২২

//চাইথোয়াইমং মারমা, রাজস্থলী//

রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া আওয়ামীলীগ অঙ্গসংগঠন উদ্যােগের বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ সন্ধ্যা ৬ টায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ টাউন হল রুম এর কেক কাটিয়ে ও বিভিন্ন আলো সজ্জায় সাজিয়ে বেলুন ফাটিয়ে বঙ্গবন্ধু শুভ জন্ম দিন ও জাতীয় শিশু দিবসে এসময় উপস্থিত আওয়ামীলীগের উপজেলা শাখা সিনিয়ার সহ-সভাপতি পুলক বড়ুয়া, আওয়ামীলীগের ইউপি শাখা সাবেক সভাপতি হলাথোয়াইঅং মারমা গংজ,কৃষকলীগের ইউপি শাখা সভাপতি ও ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, সহ-সভাপতি অংথোয়াই মারমা, সাংগঠনিক সম্পাদক রাহুল বড়ুয়া, যুবলীগ উপজেলা শাখা সাধারণ সম্পাদক সুইচাইপ্রু মারমা, স্বেচ্ছা সেবক লীগ জেলা শাখা সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, রাজস্থলী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও স্বেচ্ছা সেবক লীগ উপজেলা শাখা নির্বাহী সদস্য চাইথোয়াইমং মারমা, মোঃ মিজানুর রহমান, মাসুম সর্দার, জনি তালুকদার, ছোট মাসুম,কাইয়ুম হোসেন মিরাজ, বিকাশ দে, যুবলীগ নেতা মংসাথোয়াই মারমা,ক্যচিং মারমা,ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড মেম্বার, স্থানীয় জনসাধারণ সমাজ সেবক, রাজনৈতিক মহিলা আওয়ামীলীগের নেত্রী ক্রইসাচিং মারমা,বিভিন্ন অঙ্গসংগঠনের প্রধান, ছোট ছোট শিশু কিশোর ছাত্র- ছাত্রী শিক্ষার্থী অন্যান্য পেশাজীবি ও ইলেকট্রনিকস প্রিন্ট গণমাধ্যম কর্মীবৃন্দ।
ইউপি চেয়ারম্যান বলেন,আজকে মহান জাতির পিতা ও বাংলা গৌরব স্থপতি সোনার বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়ন ল ক্ষে মহান নেতা বঙ্গবন্ধু শুভ জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালনে পথ প্রর্দশক ভুমিকা অপরিসীম একজন ছিলেন।আমরা সুন্দর মুখরিত পরিবেশের কেক কাটিয়ে জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু মেহনতি মানুষ চীরজীবি হোক।