বাঙ্গালহালিয়া হেডম্যান ও কার্বারী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২

//চাইথোয়াইমং মারমা, রাজস্থলী//
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া অটল ছাপ্পান্ন সাব-জোনের আয়োজনে বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান কার্বারি এবং প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা ২১শে মার্চ২২ সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত, ‌জোন কমান্ডার লে.কর্নেল আনোয়ার জাহিদ পিএসসি হেডম্যান কার্বারিও জন প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন সন্রাশি দমনে আপনাদের সহযোগিতা প্রয়োজন,এবং অবৈধ কাঠ পাচার রোধেও আপনাদের সহযোগিতা প্রয়োজন।বাংলাদেশ সেনা বাহিনী এলাকার শান্তি শৃঙ্খলা বাজায় রাখার সার্তে সব সময় সজাগ ছিল এবং থাকবে।
‌নবাগত কাপ্তাই জোন কমান্ডার লে.কর্নেল নুর উল্লাহ জুয়েল উপস্থিত সবার উদেশ্য বলেন বিদায়ী জোন কমান্ডারের মত আমাকেও আপনারা সহযোগিতা করবেন বলে আশা করি, আমি এলাকার শান্তির জন্য সর্বদা কাজ করে যাব।
‌এতে আরও উপস্হিত ছিলেন বাঙ্গাল হালিয়া সাব জোন কমান্ডার মেজর নাজমুল আরিফিন,অনারেবল লে. জাহাঙ্গীর আলম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাসদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী চন্দ্রঘোনা থানা।
‌জন প্রতিনিধি দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াই সুই খই মারমা,হেডম্যান মংবাথোয়াই মারমা ৩৩১নং গাইন্দ্যা মৌজা,হেডম্যান প্রতিনিধি ৩২০ নং কাকড়াছড়ি মৌজা চাইথোয়াইমং মারমা সহ মেম্বার কারর্বারি ও সাংবাদিক মোঃআইয়ুব চৌধুরী প্রমুখ।