বাঙ্গালহালীয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখহাসিনা ম্যুরাল ভিত্তি স্থাপন উদ্বোধন

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২২

//চাইথোয়াইমং মারমা, রাজস্থলী//

রাজস্থলী উপজেলার ৩নংবাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গলহালিয়া সরকারি কলেজ গেইট সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখহাসিনা মোড়ল ভিত্তি স্থাপন উদ্বোধন করা হয়। বুধবার ১৩ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা বিশেষ অতিথি ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনদরদী সমাজ সেবক রাজনৈতিকবিদ আদোমং মারমা সহ আরো উপস্থিত বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা সিনিয়র সহ-সভাপতি পুলক বড়ুয়া, রাঙ্গামাটি জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, উপজেলা সাংগঠনিক সম্পাদক ক্যসাচি মারমা, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক মোঃ শামশুল আলম রাজস্থলী প্রেস ক্লাব সদস্য সচিব, ও মানবাধিকার কর্মী চাইথোয়াইমং মারমা, ইউপি কৃৃৃৃষকলীগের সহ-সভাপতি অংথোয়াই মারমা,সাংগঠনিক সম্পাদক রাহুল বড়ুয়া, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আখ্যাইমং চৌধুরী এবং মাসুম হাওলাদার ছোট মাসুম,কাইয়ুুু হোসেন মিরাজ,ওর্য়াড মেম্বার মিজানুর রহমান, ক্যচিংহলা মারমা,ইখ্যাইমং মারমা ব্যবসায়ী শান্তুু দে সহদলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাাধ্যমকর্মীবৃন্দ।এসময় কোরান তেলোয়াত পাঠ বাজার জামে মসজিদ ইমাম মাওলানা মোঃফারুক, ধর্মের পবিত্র ত্রিপিটক পাঠ করেন হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার অধ্য ক্ষ ওয়াইনাসারা মহাথেরো । নিউচিং মারমা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ১৯৭১ সালে তার নেতৃ ত্বে একটি স্বাধীন সার্বভৌমক্ত দেশ পেয়েছি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কনিষ্ঠ কন্যা বাংলাদেশ কে ডিজিটাল পরিনত উন্নয়নের সমৃদ্ধি অগ্রগতি এগিয়ে নিয়ে যাচ্ছে । এ মোড়ল ভিক্তি স্থাপন ইউপি চেয়ারম্যান নিজস্ব অর্থায়নের নির্মাণ করেছে। এটি ৩নং বাঙ্গলহালিয়া ইউনিয়নের সর্ব প্রথম মোড়ল স্থাপন। এ উদ্যােগের জন্য স্থানীয় এলাকাবাসীরা ইউপি চেয়ারম্যান কে ধন্যবাদ ও অভিনন্দন জানায়।