বাঙ্গালহালীয়া ইউনিয়ন আওয়ামীলীগের স্বাধীনতা দিবসে বনাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২২

//চাইথোয়াইমং মারমা,রাজস্থলী//

রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যােগের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৬ মার্চ ৩নং বাংগালহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্নাঢ্য র্যালী মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ ঘুরে বাঃহাঃ সরকারী কলেজ শহীদ মিনার শহীদের শ্বরণে প্রতি পুস্পঅর্পন বিনস্র শ্র দ্বা জানাই। এসময় উপস্থিত ছিলেন, ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, সিনিয়র সহ-সভাপতি উপজেলা আওয়ামীলীগের পুলক বড়ুয়া, সেচ্ছা সেবক লীগের জেলা শাখা সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, উপজেলা সেচ্ছা সেবকলীগ কার্য্যনিবহী সদস্য ও সাংবাদিক চাইথোয়াইমং মারমা ও মোঃ শামসুল আলম, মেম্বার মোঃ মিজানুর রহমান ইউপি শাখা সাবেক সভাপতি হলাথোয়াইঅং মারমা (ঁগংজ) কৃষকলীগের ইউপি শাখা, সাংগঠনিক সম্পাদক রাহুল বড়ুয়া,সহ- সভাপতি অংথোয়াই মারমা সেচ্ছা সেবকলীগ ইউপি শাখা আহবায়ক বিকাশ দে, সদস্য সচিব আলুমং মারমা, ছাত্রলীগ জেলা শাখা যুগ্ম -সাধারণ মোঃ কাইয়ুম হোসেন মিরাজ , মাসুম, ছোট মাসুম, জনি তালুকদার, সকল অংগসংগঠনের নেতানেত্রীবৃন্দ এবং সাধারণ জনগণ জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সঞ্চালনায় মাসুম সর্দার ছিলেন। আলোচনা সভা পুলক বড়ুয়া বক্তব্য বলেন,১৯৭১ সালে ২৬ মার্চ পাক-হানাদার বাহিনী বাঙালি জাতির উপর নিপিড়ন বর্বরতা নির্যাতন চালিয়ে ও গণহত্যা শুরু করা হয়। নিহত শহীদের শ্বরণে প্রতি বিনস্র শ্রদ্বা জানাচ্ছি। এর পর ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, আজকের শোকের দিন এই দিন যারা দেশের জন্য জাতির প্রাণ দিলেন এদের প্রতি শ্বরণে বিনস্র ও শোকাহত জানাই। ২৬ মার্চ বাংগালী জাতির উপর নিপিড়ন নির্যাতন চালায় পাক-হানাদার বাহিনীরা। একটি স্বাধীন মানচিত্র সার্ভবৌমক্ত দেশ লাল সবুজ পতাকা আমরা পেয়েছি। সকলে প্রতি আবারো শোক প্রস্তাব জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত শেষ করা হয়।