মুহাম্মদ ইব্রাহীম ||
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০ (দশ) ঘটিকায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা। বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি মো: শহীদ উল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাফেজ আহম্মদ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমা, মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক সুলতান আহম্মদ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে মাদ্রাসার শিক্ষা অনেক বেশি এগিয়ে আছে, মাদ্রাসার শিক্ষার্থীরা দেশ বিদেশে সুনামের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে, লেখা পড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকা রাখছে মাদ্রাসার শিক্ষার্থীরা, তাদের এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন অব্যবহৃত থাকুক এই আশা ব্যক্ত করছি।
আলোচনা সভা শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অতিথিরা। পরে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪