বায়তুশ শরফের ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১ //মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি // রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল ও বায়তুশ শরফের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাঘাইছড়ি বায়তুশ শরফ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বায়তুশ শরফ প্রাঙ্গনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে পীর সাহেব, বায়তুশ শরফ ও সভাপতি, বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ এর শায়খ আল্লামা মুহাম্মদ আব্দুল হাই নদভী (মঃজিঃআঃ) এর সভাপতিত্বে। আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, বিশেষ অতিথি ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নেতা মোঃ আলী হোসেন আওয়ামী লীগের নেতা হাজী আব্দুল শুক্কুর মিয়া। সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানে আহ্বায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াছ উদ্দিন মামূন প্রমূখ। এছাড়াও আমন্ত্রিত ওয়ায়েজিন হিসেবে আলহাজ্ব হযরত মাওলানা মুফতী ইমদাদুল্লাহ হাশেমী খতীব, গোলাকান্দাইল বাস ষ্ট্যান্ড জামে মসজিদ ও পরিচালক, জামেয়া হাশেমীয়া রসুলপুর,নারায়নগঞ্জ, আলহাজ্ব হযরত মাওলানা জিয়ায়ুল হক আনসারী খতিব, লাল মোঃ সিপাহী জামে মসজিদ, আগ্রাবাদ ও আলোচক বিটিভি, জিটিভি চট্টগ্রাম, হযরত মাওলানা লোকমান হাকিম জিহাদী খতিব, মূহুরী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আগ্রাবাদ চট্টগ্রাম, আলহাজ্ব হযরত মাওলানা কাজী মুহাম্মদ শিহাব উদ্দিন এবং দেশ বরেণ্য ওলামায়েকেরাম গণ, সরকারী-বে সরকারী কর্মকর্তাগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। অনুষ্টানের সার্বিক কর্মকান্ড পরিচালনায় প্রয়োজনীয় ভূমিকা পালন করেছেন, মাহফিল ও বার্ষিক সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ গিয়াছ উদ্দিন মামূন ও সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম SHARES ইসলাম বিষয়: বায়তুশ শরফ