কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার স্বার্থে জামিনে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিনীত অনুরোধ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডরে বিএনপির এই যুগ্ম-মহাসচিব এই আহবান জানান। এসময় সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হারুন বলেন, ‘মাননীয় সংসদ নেতাকে বিনীতভাবে অনুরোধ করবো- অন্ততপক্ষে চিকিৎসার স্বার্থে ওনাকে (খালেদা জিয়াকে) জামিনে মুক্তি দিন। ওনর সুচিকিৎসার ব্যবস্থা আপনি গ্রহণ করুন। ওনার যে বয়স, উনি চলাফেরা করতে পারেন না। সংসদ নেতার দৃষ্টিতে বিষয়টি নিয়ে এসে এ বিষয় বিবেচনার জন্য অনুরোধ করবো।’
বিএনপির এই সাংসদ বলেন, ‘আমরা (দলীয় সাংসদরা) গত সংসদ অধিবেশনের পর সরকারের অনুমতি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে পিজি হাসপাতালে গিয়েছিলাম। তাঁর শারীরিক অবস্থা সত্যিকার অর্থেই খারাপ। তিনি তিনবারের প্রধানমন্ত্রী, একাধিকবারের বিরোধীদলীয় নেতা। বহু আন্দোলন–সংগ্রামে তাঁর ভূমিকা রয়েছে।’
‘অনুরোধ করব আমরা যারা বিরোধী দলের সংসদ সদস্য সংসদে যোগ দিয়েছি, এই সংসদের বাস্তব বিষয়গুলো তুলে ধরার জন্য। সংসদ নেতাকে অনুরোধ করব বিষয়টি (খালেদা জিয়ার মুক্তি) বিবেচনার জন্য।’
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪