বিপিএলের আগে চোটে মাশরাফি

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

ইংল্যান্ড বিশ্বকাপের পর মাশরাফিকে মাঠে দেখা যায়নি। তবে আসছে মাসে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু বিপিএলের আগে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন ম্যাশ। আর সেটি করতে গিয়ে শুরুতেই বাধার মুখে পড়লেন জাতীয় দলের এই ওয়ানডে অভিনায়ক। 

বোলিং মেশিনের করা বলে ব্যাটিং অনুশীলন করার সময় কুঁচকিতে ব্যথা পেয়েছেন মাশরাফি। কোমরের ব্যথাটা তার আগে থেকেই ছিল। তাই কুঁচকিতে আঘাত পাওয়ার পর আর অনুশীলন না করে মাঠ ছেড়েছেন।

তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, মাশরাফির চোট ততটা গুরুত্বর নয়। কয়েকদিন বিশ্রাম নিলেন তিনি সেরে উঠবেন। ইতোমধ্যে ফিজিও মাশরাফিকে দেখেছেন।

আসছে বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলবেন মাশরাফি। এবার ঢাকার হয়ে ২২ গজে দেখা যাবে তামিম ইকবাল, পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদিকে।