বিভিন্ন অপকর্মের দায়ে বিএনপি নেতা আবু জায়েদকে অব্যাহতি দেয়া হয়েছে

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ বিভিন্ন অভিযোগের দায়ে বাঘাইছড়ি পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জায়েদ-কে দলের সকল পদ পদবী হতে সাময়িক অব্যাহতি দিয়েছে রাঙ্গামাটি জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি ও চিঠি প্রকাশের মধ্য দিয়ে এ সিদ্ধন্তের বিষয়ে জানায় রাঙ্গামাটি জেলা বিএনপি, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় বাঘাইছড়ি পৌর এলাকায় দলীয় আভ্যন্তরীণ সংগঠিত ঘটনায় আবু জায়েদ সরাসরি জড়িত, তিনি নিজ স্বার্থে জনমনে আতঙ্ক করে মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, দখলদারিত্ব, চাদাবাজী, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের নেতাকর্মীকে শারিরীক নির্যাতন সহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে যা বাঘাইছড়ি পৌর বিএনপি ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ গত ২৪ সেপ্টেম্বর লিখিতভাবে অভিযোগ করেছেন। এরূপ অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও জেলা বিএনপির পক্ষ হতে দলের সকল নেতাকর্মীদের বরংবার নির্দেশনা প্রদান করা হয়েছে। আবু জায়েদের সকল কর্মকান্ড গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা বিরোধী হওয়ায় দলের গঠনতন্ত্র ৫(গ) ধারা মোতাবেক দলের দায়িত্বশীল সকল পদ হতে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।