বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২ //সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি// “মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ পস্তুতিতে গতিশীলতা”- প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। ১০ই মার্চ ( বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে,সার্বিক সহযোগিতায়- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দিবসটি পালন করা হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় হতে একটি র্যালী বের করে শিল্প কলা একাডেমিতে এসে শেষ করে পরে শিল্প কলা মাঠে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা,উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান সহ আরো উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি সদস্যরা। দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দেখানো হয়। SHARES জরুরী সেবা বিষয়: