বৃষকেতু চাকমা ও দিলীপ কুমার দাশকে বাঘাইছড়ি প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৪:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটি জেলা শাখার নবগঠিত কমিটির সহ সভাপতি বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা ও উপদেষ্টা হিসেবে মনোনীত বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশকে সংবর্ধনা প্রদান সহ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাঘাইছড়ি প্রেসক্লাব।

রবিবার (১৬ এপ্রিল) বিকালে বাঘাইছড়ি প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রেসক্লাবের আজীবন সদস্য সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা, উপদেষ্টা দিলীপ কুমার দাশ। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। বিশেষ অতিথিরা ছিলেন পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন ও থানা অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করেছেন, উপজেলাধীন জন প্রতিনিধি গণ, সরকারি কর্মকর্তাগণ ও বিভিন্ন পেশাজীবীরা সহ সাংবাদিকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বক্তারা সকলে সংবর্ধিত অতিথিদের বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটি জেলা শাখা কমিটির সহ সভাপতি ও উপদেষ্টা মনোনীত করায় বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির শ্রদ্ধাভাজন সভাপতি শেখ হাসিনা এমপি ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সহ রাঙ্গামাটি জেলা শাখা আওয়ামীলীগের সভাপতি দিপংকর তালুকদার এমপি ও সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরকে প্রাণঢালা শুভেচ্ছা সহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সংবর্ধিত অতিথিরা দলীয় কাজ সহ সামাজিক ও মানবিক কর্মকান্ডে যোগ্যতা অর্জনের আলোকে এই সম্মাননা পাওয়ায় ধন্যবাদ জানিয়ে প্রেস ক্লাবকে জনস্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার করার পরামর্শ দেন।

এরপর সংবর্ধিত অতিথিদেরকে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ও পৌরসভার মেয়র জমির হোসেন ও অনুষ্ঠানর সভাপতি গিয়াস উদ্দিন আল মামুন সহ অতিথিবৃন্দ।

পরিশেষে প্রেস ক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ওমর ফারুক।