বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে বোধিপুর বনবিহার প্রাঙ্গনে জ্ঞানর বারেং পাঠাগার কতৃক চাকমা লেখা প্রশিক্ষন এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন।
আজ শুক্রাবার সকাল ১০ ঘটিকায় বিহার প্রাঙ্গণে জ্ঞানর বারেং পাঠাগার এর প্রতিষ্টাতা রত্নবোধি ভান্তের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজ অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান, সভাপতিত্ব করেন বোধিপুর বিহার অধ্যক্ষ বুদ্ধজ্যোতি থেরো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ এর পরিচালনা পর্ষদ প্রধান ইনজেট চাকমা ও জ্ঞানর বারেং পাঠাগার এর উপদেষ্টামন্ডলীর সদস্য রিন্টু চাকমা, অমরচাঁন চাকমা সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন বর্তমান সময়ে নিজের ঐতিহ্যকে লালন করতে চাকমা ভাষা এবং লেখার উপর খুব ভালোভাবে দৃষ্টিপাত করার সময় এসেছে। বর্তমান প্রজন্মের ভেতর চাকমা ভাষা ছড়িয়ে দিতে অত্যন্ত সুন্দর ভূমিকা পালন করবে এই আয়োজন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণ করা ১৯ জন শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়, এছাড়াও প্রশিক্ষক কিরনজ্যোতি চাকমাকে জ্ঞানর বারেং পাঠাগার এর পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪