ভূষনছড়া গনহত্যা দিবস উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২২ //মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি// রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়ায় গণহত্যার সুষ্ঠু তদন্ত খুনিদের বিচার ও ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের দাবী জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনের বাঘাইছড়ি উপজেলার নেতৃবৃন্দ। মঙ্গলবার ৩১ মে বিকাল সাড়ে চার ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার কার্যালয়ে ভূষনছড়া গনহত্যা দিবস উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সোহেল এর সঞ্চালনায়,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ রহমত উল্লাহ,চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মোস্তফা কামাল, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃমহিউদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মাসুদ, নাগরিক পরিষদ নেতা নুরুল ইসলাম মুরাদ, ছাত্র নেতা নুরুজ্জামান, মোঃ আতিকুর রহমান, মোঃ নুরুল আলম রুবেল,আব্দুর রহমান, জমির উদ্দিন সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ১৯৮৪ সালের ৩১মে রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়ায় এক নির্মম হত্যাকান্ড সংঘটিত হয়েছিল তা আজ ৩৮ বছর পার হলেও তার কোন বিচার বা তদন্ত হয়নি। যা পার্বত্য চট্টগ্রামের সংগঠিত হত্যাকান্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং নৃশংস হত্যাকান্ড। তাই পার্বত্য অঞ্চলে চলমান হত্যাকান্ড, খুন, গুম, অপহরণ বন্ধে পাহাড়ে নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপন,পার্বত্য অঞ্চলে যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার, পাহাড়ের সন্ত্রাসী কর্তৃক সকল হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত করে শাস্তি নিশ্চিতসহ সশস্ত্র সন্ত্রাসীদের ফাঁসি দাবি জানান। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: