মহান বিজয় দিবসে আওয়ামীলীগের বর্ণাঢ্য র্যালী ও পুস্পস্তবক অর্পণ প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩ ||মুহাম্মদ ইব্রাহীম || রাঙ্গামাটির বাঘাইছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে এবং অস্থায়ী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। শনিবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাঘাইছড়ি পৌরসভা, বাঘাইছড়ি থানা, বাঘাইছড়ি ভূমি অফিসের পক্ষ হতে অস্থায়ী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের পর পর উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পুস্পস্তবক অর্পণের পর সকাল ৯ টায় কয়েক শতাধীক নেতাকর্মীদের বর্ণাঢ্য র্যালী সহ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করা হয়। বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে র্যালীতে অংশগ্রহণ করেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি জমির হোসেন সহ জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা প্রশাসনের নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনের আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদারের বিজয় নিশ্চিতের লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি জমির হোসেন। পরে নেতাকর্মীরা মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন সফল করার লক্ষে অংশগ্রহণ করেন। SHARES রাজনীতি বিষয়: