মহান বিজয় দিবসে বাঘাইছড়িতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১ //মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি// স্বাধীনতার সুর্বর্ণজয়ন্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা ক্রিয়া সংস্থার মাঠে এই সংবর্ধানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএসসি, আর্টিলারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্সন চাকমা, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান,সহ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলার মোট ২৪ জন মুক্তি যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের রজনী গন্ধা ফুল ও সম্মাননা স্বারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা মহান স্বাধীনতার ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মবলিদানের স্মৃতি চারণ করছেন। SHARES জাতীয় বিষয়: