মহাপরিচালকের পক্ষ থেকে আনসারদের মাঝে ঈদ উপহার বিতরণ প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালকের পক্ষ থেকে বাঘাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ৮ টি হিল ভিডিপি প্লাটুনের ২৬০জন ভিডিপি সদস্য, ৩২ জন দলনেতা ও দলনেত্রী এবং ২০ আনসার কমান্ডার সহ মোট ৩১২জন ভাতাভোগী সদস্যের প্রত্যেককে ১০০০ টাকা সমমূল্যের ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ছোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ তানজিল হোসেন। আনসার ভিডিপি কর্মকর্তা ছোহরাব হোসেন জানান তৃণমূল পর্যায়ে হিল ভিডিপি ও আনসারদের দায়িত্ব পালনে উৎসাহিত করতে আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়েছে। SHARES প্রচ্ছদ বিষয়: