নিজস্ব প্রতিনিধি ||
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ শরীফ উল্লাহ আবেদ, এসজিপি, পদাতিক এর বিদায় ও নবাগত জোন কমান্ডার লে.কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান পদাতিক এর বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাঘাইছড়ি উপজেলা পরিষদ।
বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১২ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল মোঃ শরীফ উল্লাহ আবেদ, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জোন কমান্ডার লে.কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান, বিশেষ অতিথিদের মধ্যে পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মদ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, মারিশ্যা জোনের সদ্য বিদায়ী জোন কমান্ডার লে.কর্নেল শরীফ উল্লাহ আবেদ মহোদয় বাঘাইছড়ি বাসীর কল্যাণে সর্বদা নিয়োজিত ছিলেন, তিনি বন্যার্ত, শীতার্থ ও দুঃস্থ রুগীদের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে উপকার করার চেষ্টা করেছেন, আমরা তার পারিবারিক এবং কর্মজীবনের সফলতা কামনা করছি।
বিদায়ী জোন কমান্ডার লে: কর্নেল মো: শরীফ উল্লাহ আবেদ বলেন, আমি বাঘাইছড়িতে প্রায় দেড় বছর কর্মজীবনে বাঘাইছড়িবাসীর যে আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি তা কখনো ভুলবো না। আমি বাঘাইছড়িবাসীর জন্য আমার ভালোবাসা ও শুভ কামনা সর্বদা আছে এবং থাকবে।
সভা শেষে বাঘাইছড়ি উপজেলা পরিষদ, পৌরসভা, কাঠ ব্যাবসায়ী সমিতি ও প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী জোন কমান্ডারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪