বাঘাইছড়িতে হতদরিদ্র এক যুবককে বিনা মূল্যে নতুন একটি রিক্সা উপহার দিয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
১৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে বিজিবি মারিশ্যা জোন সদরে হতদরিদ্র যুবক আব্দুস সোবহান (মন্টু) কে একটি নতুন রিক্সা প্রদান করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারি)
এসময় জোন কমান্ডার বলেন বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে মন্টুকে রিক্সা প্রদান করা হয়েছে , আগামীতেও এই দ্বারা অভ্যহত থাকবে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪