মাস্টারপাড়া একাদশের সৌখিন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

বাঘাইছড়ি পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ মাস্টারপাড়া ফুটবল একাদশের উদ্যোগে সৌখিন ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। 

মাস্টারপাড়া বালুর মাঠে আয়োজিত সোউখিন ফুটবল টুর্ণামেন্ট ১৮ টি দল নিয়ে গত ২৬ জুলাই টুর্ণামেন্টের শুরু হয়ে আজ (৮ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত পৌর মেয়র জমির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ০১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফেজ আহাম্মদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মদ, টেকনাফ থানা এপিবিএন অফিসার ইনচার্জ মোঃ রাজু আহাম্মদ খোকন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 

ফাইনাল খেলা অংশগ্রহন করে ব্রাজিল দল বনাম পর্তুগাল দল, খেলার ফলাফল ব্রাজিল-২ ও পর্তুগাল -৪ গোল করে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়। খেলার পরিচালনার দায়িত্ব পালন করেন মোঃ হান্নান।

ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হয় মোঃ সিয়াম ও টুর্ণামেন্টের সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হয় মোঃ খালেদ, তাদের একক ট্রফি প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ব্যাক্তিগত পুরুস্কার তুলে দেন আগত অতিথিগন, এবং টুর্ণামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা প্রদান করা হয়।