মেরিন চাকমার হারানো মোবাইল খোজে দিলো বাঘাইছড়ি থানা পুলিশ

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৩

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যম বাঘাইছড়ি গ্রামের বাসিন্দা মেরিন চাকমা তার হারানো মোবাইল উদ্বার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।

গত তারিখ বাঘাইছড়ি থানায় মোবাইল ফোন হারানো সংক্রান্ত জিডি’র আলোকে সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহযোগিতায় ও তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে মোবাইল ফোনটি গতকাল ২২ জুলাই উদ্বার করা হয়েছে।

বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ও এএসআই মোঃ সফিকুল ইসলাম কতৃক উদ্ধার করা ফোনটি গতকাল মেরিন চাকমার নিকট হস্তান্তর করা হয়।

হারানো মোবাইল ফিরে পেয়ে মেরিন চাকমা বলেন, আমার মোবাইলটি প্রায় দীর্ঘ ৪ মাস আগে দিঘীনালা বাঘাইছড়ি সড়কে হারিয়ে যায়, পরে থানায় জিডি করি, মোবাইল ফেরত পাবো আশা করি নাই গতকাল বাঘাইছড়ি থানা পুলিশের কল পেয়ে আমি অবাক হয়েছি, তিনি বাঘাইছড়ি থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাঘাইছড়ি থানার ওসি ইশতেয়াক আহমেদ বলেন, বর্তমানে সাইবার ক্রাইম মনিটরিং সেল এখন নিয়মিত সফলতার সাথে হারানো মোবাইল পাওয়ার কৃতিত্ব দেখাচ্ছে, একইসাথে বাঘাইছড়ি থানা পুলিশ চৌকসভাবে সাইবার রিলেটেড অভিযোগ গুলো দক্ষতার সাথে সমাধান করছে, পুলিশ বাহিনীর উপর আস্থা রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।