যথাযোগ্য মর্যাদায় বাঘাইছড়িতে জাতীয় শোক দিবস পালিত প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩ নিজস্ব প্রতিনিধি|| স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (১৫আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা। বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, কাচালং সরকারী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন উপস্থিত ছিলেন। বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা শাহীন ইসলাম প্রমুখ। সভার শুরুতে ১৫ আগস্ট ১৯৭৫ সালে শাহাদাত বরণ করা বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়৷ বক্তারা ১৫ আগস্টে শাহাদাত বরণ করা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে বলেন বাংলাদেশের ইতিহাসের নেক্কারজনক ঘটনা নৃশংস ১৫ আগস্ট। শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা গর্বের এবং গৌরবের, বক্তারা আরো বলেন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা ভাগ্যবান সঠিক ইতিহাস জেনে বড় হচ্ছে, সকলের উচিন বঙ্গবন্ধুকে লালন করা বঙ্গবন্ধুর স্বপ্নকে ধারন করে দেশের জন্য কাজ করে যাওয়া। সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত রচনা, চিত্রাঙ্কন, আবৃতি, কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বাঘাইছড়ি থানা, বাঘাইছড়ি পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক – অরাজনৈতিক সংগঠন, পেশাজীবি সংগঠনের পক্ষ হতে পুস্পস্তবক অর্পণ করা হয়। SHARES জাতীয় বিষয়: