যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সুর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনী ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও রাজনৈতিক সামাজিক এবং আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়৷

সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা সহ সম্মানা প্রদান করা হয়।

সংবর্ধনা সভায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ ফয়সাল আল নুর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আহাদুজ্জামান, বীর মুক্তিযুদ্ধা আব্দুর সবুর, বীর মুক্তিযুদ্ধা এন্তাজ আলী সহ বিভিন্ন রাজনৈতিক – সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।