যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেছে বাঘাইছড়ি আওয়ামী লীগ প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২ //মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি// রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও শিশু দিবস পালিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা,পুস্তকমাল্য অর্পন, কেক কেটে আনন্দ-উল্লাস, দোয়া ও মিলাদ মাহফিল আর শ্রদ্ধাবনতচিত্তে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে বাঘাইছড়ি আওয়ামী । বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধা ৬ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের আলোচনা সভা ও কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে । এসময় কাচালং সরকারী কলেজের সভাপতি মোঃ মামুনুর রশীদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দানবীর চাকমা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জমির হোসেন, যুব লীগ সভাপতি মোঃ শাহরিয়ার হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। এসময় বক্তারা বলেন দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়ে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দীপ্ত শপথে আমরা ঐক্যবদ্ধ। SHARES প্রচ্ছদ বিষয়: