যথাযোগ্য মর্যাদায় বাঘাইছড়িতে মহান শহিদ দিবস পালন

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২

//মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি//
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবকমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সোমবার ২১শে ফেব্রুয়ারী রাত ১২:০১ মিনিটে ভাষা শহিদদের স্বরণে শহিদ মিনারে পুষ্পস্তবকমাল্য অর্পণ ও সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ছবি- রাত ১২ টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী প্রদান

ভাষা শহিদদের স্বরণে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন,উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,বীর মুক্তিযুদ্ধাগন,বাঘাইছড়ি পৌরসভা, উপজেলা ভূমি অফিস, বাঘাইছড়ি থানা,উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, এসময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম,পৌর মেয়র জাফর আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, কাচালং সরকারী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ানসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী গন।

এসময় উপস্থিত বক্তারা বলেন আজ অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তেস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। এদিন সালাম ,বরকত, রফিক জব্বার সহ অনেকে আত্মহুতী দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের ।

জাতি আজ শ্রদ্ধাভরে সেই সব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালীর নয় পৃথিবীর সব ভাষাভাষী মানুষের ।পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষ ও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।