যুক্তরাজ্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগ

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯

যুক্তরাজ্যের সেনারা আফগানিস্তান ও ইরাকে যুদ্ধাপরাধ করে ধামাচাপা দিয়েছে ব্রিটিশ সরকারের সহযোগিতায়; সম্প্রতি এমন অভিযোগ উঠেছে।

ওই দুই দেশে ব্রিটিশ বাহিনীর হাতে বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা সরকার ও সেনাবাহিনী গোপন করেছে।

বিবিসি প্যানোরামা প্রোগ্রাম ও ‘সানডে টাইমস’ পত্রিকার এক অনুসন্ধানে এমন অথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধানী দলের কাছে খোদ ১১ ব্রিটিশ গোয়েন্দা জানিয়েছেন, এ ব্যাপারে গ্রহণযোগ্য প্রমাণ তারা পেয়েছেন।

গোয়েন্দারা মনে করেন, ওইসব হত্যাকেণ্ডের জন্য ব্রিটিশ নেনাদের বিচারের মুখোমুখি করা উচিত। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দৃঢ়ভাবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইরাক হিস্টোরিক অ্যালেগেশনস টিম (আইএইচএটি) এবং অপারেশন নর্থমুর এর ভেতর থেকে ওই প্রমাণগুলো পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।