//মোঃ মহিউদ্দিন//
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা আওতাধীন রাঙামাটি সিনিয়র মাদরাসা শাখা গঠনকল্পে সেনা সদস্য মুহাম্মদ ইমরান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকাল ৪ টা থেকে রাঙামাটি সিনিয়র মাদরাসা সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গামাটি সিনিয়র মাদরাসা শাখার সাবেক সভাপতি জনাব মুহাম্মদ তারেক আজিজ,বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি যুবনেতা মুহাম্মদ ইউসুফ আলী,জেলা ছাত্রসেনা সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী প্রমুখ।
পরিশেষে মুহাম্মদ ইমরানকে আহবায়ক, হাফেজ মুহাম্মদ এরশাদুল ইসলামকে যুগ্ম-আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ঠ রাঙ্গামাটি সিনিয়র মাদরাসা শাখা গঠন করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪