আশিকুর রহমান মানিক||
রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর চুরান্ত খেলায় রাঙ্গামাটি সরকারি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজ।
শনিবার (১৫ জুলাই) বিকালে রাঙ্গামাটির চিংহ্লা মারী স্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল খেলায় শক্তিশালী রাঙামাটি সরকারি কলেজকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শিজক কলেজ।
[caption id="attachment_4194" align="alignnone" width="300"] টীম শিজক কলেজ[/caption]
নির্ধারিত সময়ে খেলা শুরু হয়ে প্রথম গোল করেন শিজক কলেজের নয়ন সেন, পরে রাঙ্গামাটি সরকারি কলেজের পক্ষে একমাত্র গোল করে দলকে সমতায় আনেন অর্জুন কুমার ত্রিপুরা। খেলা সমতায় এলে টান টান উত্তেজনা বিরাজ করে এবং শিজক কলেজের জয় চাকমার গোলে দল এগিয়ে যায় পরে ৩য় গোলের মধ্যদিয়ে জয় নিশ্চিত করে ওয়াকিল চৌধুরী।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে শিজক কলেজের ওয়াকিল চৌধুরী, সেরা গোলরক্ষক শিজক কলেজের বিনয় কান্তি চাকমা এবং টুর্নামেন্টে তিন গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছে রাঙামাটি পাবলিক কলেজের মোঃ কাইয়ুম।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার। বিশেষ অতিথিদের মধ্যে জেলা পুলিশ সুপার মীর তৌহিদ বিপিএম(বার), রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, রাঙামাটি ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, ক্রিড়া সংস্থার অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ৩০ হাজার টাকার প্রাইজমানি ও রানার্স আপ দলকে ট্রফি সহ ২০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪