//মো.সোহরাওয়ার্দী সাব্বির, রাঙ্গমাটি//
রাঙ্গামাটিতে শুরু হয়েছে জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা বিষয়ক দু-দিনব্যাপী কর্মশালা।
বৃহস্পতিবার সকালে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (RPTI) এর সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে জীবন ইয়ুথ ফাউন্ডেশন।
রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু-দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন।
এই কর্মশালায় জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা বিষয়ক দক্ষতা উন্নয়নে নানা বিষয় তুলে ধরা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাজিদ-বিন-জাহিদ-জাহিদ (মিকি), রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ও ভার্চুয়াল মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক সুষ্মিতা পাইক কর্মশালায় উপস্থিত ছিলেন।
এছাড়াও সিআরআই’র এসিস্ট্যান্ট কোওর্ডিনেটর ইসরাত ফারজানা তন্নী অংশগ্রহণকারী তরুণদের সাথে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন। কর্মশালায় সেশন পরিচালনা করেন সিআরআই’র এসোসিয়েট কোওর্ডিনেটর হাবিবুর রহমান ও প্রকৌশলী সাইদা জান্নাত।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪