রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনারের সাথে সাব ঠিকাদার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ বাংলাদেশ সাব ঠিকাদার ঐক্য পরিষদ এর একটি প্রতিনিধি দল গত ২৬ ফেব্রুয়ারি রবিবার দুপুর ৩ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিনিধি দলে সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক শাহজালাল হোসেন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জুয়েল হোসেন, যুগ্ম আহবায়ক শেখ মনিরুল ইসলাম, সদস্য সচিব মুহাম্মদ মেহেবুব আলী, জ্যেষ্ঠ সদস্য হাবীবুর রহমান প্রমুখ। অতিরিক্ত কমিশনার সংগঠনের সার্বিক খোঁজখবর নেন সংগঠনের উন্নয়নে মূল্যবান পরামর্শ দেন। প্রসঙ্গত: বাংলাদেশের বিভিন্ন জেলায় কর্মরত সাব ঠিকাদারদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাব ঠিকাদার ঐক্য পরিষদ’। সাব ঠিকাদারদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এ সংগঠনের যাত্রা শুরু করে। বর্তমানে কেন্দ্রীয় আহবায়ক কমিটির নেতৃত্বে বিভিন্ন জেলা কমিটি গঠনের কাজ চলছে। SHARES সারা বাংলা বিষয়: