রাজস্থলীতে রোহিঙ্গা শরনার্থী আটক-১ প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২ //চাইথোয়াইমং মারমা, রাজস্থলী// রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে টেকনাফ শালবাগান রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে পালিয়ে আসা জোনায়েত হোসেন(৫০) নামক এক রোহিঙ্গা শরনার্থী কে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী। এর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা জোনায়েদ হোসেন জানান, ৪ মার্চ রোহিঙ্গা আশ্রয় শিবির হতে পালিয়ে কক্সবাজারের চন্দনাইশ উপজেলার কেরানিরহাট নামক এলাকায় দুই দিন অবস্থান করেন সে। পরে গাড়ি যোগে বান্দরবান এর ধোপাছড়ি এলাকায় আরো দুই দিন অবস্থান করেন। বুধবার রাতে কাজের সন্ধানে বাঙালহালিয়াতে ঘোরাফেরা করলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনী কে খবর দিলে তাদের হাতে আটক হয়। রোহিঙ্গা কে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে চন্দ্রঘোনা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, সেনাবাহিনী একজন রোহিঙ্গা কে থানার হেফাজতে দিয়েছে। আটক কৃত রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়ের পর তাকে রাঙামাটি জেল হাজতে প্রেরন করা হবে বলে গণমাধ্যম কে জানান। SHARES অপরাধ বিষয়: