রাজস্থলী তে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালী ও সভা প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২ //চাইথোয়াইমং মারমা, রাজস্থলী// “মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই স্লোগান সামনে রেখে রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন উদ্যােগে উপজেলা কার্যালয় হতে র্যালী বের করা হয়, মেইন রাস্তা প্রদক্ষিণ করে এসে উপজেলা কার্যালয়ে শেষ হয়েছে । এর পর উপজেলা প্রশাসন কার্যালয়ে এক আলোচনায় সভা এসময় উপস্থিত প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা সভাপতিত্বে ইউএনও শান্তনু কুমার দাশ, ভাইস-চেয়ারম্যান অংনুচিং মারমা, হেডম্যান চথোয়াইনু মারমা, যুবলীগ সভাপতি মিঠুল চন্দ্র সহ সরকারী কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ।সভা তে বক্তরা বলেন, আমরা সবাই আগে ভাগে প্রাকৃতিক দুর্যোগ ও প্রস্ততি সর্ম্পকে জানা ও সচেতন হওয়া দরকা। আমাদের চার পাশে বিভিন্ন প্রজাতি গাছ পালা বনজ রোপন করতে হবে। এই প্রাকৃতিক দুর্যোগ পরিবেশ থেকে সকল জীব জন্তু প্রাণী রক্ষা করতে এগিয়ে আসুন। এ দুর্যোগ থেকে নিজে বাচুন অন্যকে বাঁচান। SHARES জাতীয় বিষয়: